সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুরসভার ডেঙ্গু- সচেতনতার ভিডিও প্রকাশ আজ

0
1

প্রতি বর্ষাতেই কলকাতায় আতঙ্ক তৈরি করে ডেঙ্গু৷ আরও ভালোভাবে ডেঙ্গু- সচেতনতার বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা৷ আজ, শনিবার, কলকাতা পুরসভার ফেসবুক হোম পেজে এই সংক্রান্ত ভিডিও প্রকাশ হতে চলেছে। যার মূল স্লোগান হচ্ছে, ‘একদিন, ১০ মিনিট, সাপ্তাহিক, অল্প একটু সচেতনতা, ডেঙ্গু মুক্ত কলকাতা’। আজ, ‘টক টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’ অনুষ্ঠানের আগে ফেসবুকে দু’টি ভিডিও উদ্বোধন করবেন প্রশাসক ফিরহাদ হাকিম। বলা হয়েছে, সপ্তাহে একদিন ১০ মিনিটের জন্য নাগরিকরা তাঁদের বাসস্থানের আশপাশ পরিষ্কার করুন। প্রতি সপ্তাহে এভাবে একবার পরিষ্কারের কাজ করলে ডেঙ্গু-মুক্ত পরিবেশ গড়া সম্ভব৷ ভিডিও দু’টি স্বল্প দৈর্ঘ্যের। সঙ্গে থাকছে ফিরহাদ হাকিমের বার্তা। মহামারি-আতঙ্কে পুরকর্মীরা এখন ঘরে ঢুকতে ডেঙ্গু- নজরদারি চালাতে বাধা পাচ্ছেন, তাই এই ভিডিও হবে অন্যতম প্রচার হাতিয়ার।