ভারতে করোনা আক্রান্তদের সুস্থতার হার বাড়ছে: মোদি

0
4

গোটা বিশ্বের নিরিখে অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনসংখ্যাবহুল দেশ ভারতে করোনার প্রভাব ততটা মারাত্মক হয়নি বলে মনে করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায়, ২০২০ সালের শুরুর দিকে কিছু মানুষ মনে করেছিলেন ভারতে করোনাভাইরাসের প্রভাব ভয়াবহ হতে চলেছে। করোনা রুখতে সরকারের তরফে লকডাউনের মত বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষই করোনার মোকাবিলা করছেন। পৃথিবীর যেকোনও দেশের তুলনায় ভারত এখনও অনেক ভাল অবস্থানে রয়েছে। দেশে সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। পাশাপাশি সুস্থতার হারও বেড়ে এখন ৫৮ শতাংশের বেশি।