গালওয়ানে চিনের সার্বভৌমত্বের দাবি অবাস্তব, বলল ভারত

0
1

ভারত সীমান্তে আগ্রাসন জারি রাখতে গালওয়ান উপত্যকাকেও এবার নিজেদের বলে দাবি করা শুরু করেছে চিন। যদিও সঙ্গে সঙ্গে তা খারিজ করে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ১৫ জুন দুদেশের সেনা সংঘর্ষের পর হঠাৎই চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং দাবি করে বসেন যে গালওয়ানের সার্বভৌম অধিকার চিনের। বেজিংয়ের এই নতুন দাবি সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বেজিংয়ে চিনের রাষ্ট্রদূত বিক্রম মিস্রি জানিয়েছেন, এই অবাস্তব দাবির কোনও গ্রহণযোগ্যতা নেই। চিনের দাবি মানার প্রশ্নও নেই। বরং এধরনের আচরণ দ্বিপাক্ষিক সম্পর্কে বাধা তৈরি করবে ও সীমান্তে শান্তি নষ্ট করবে।