বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ধ্বস নামল অসম বাংলা সংযোগ ৩১ নম্বর জাতীয় সড়কে। কোচবিহার তুফানগঞ্জ মহকুমার ১ নম্বর ব্লক চিলাখানা এলাকায় গদাধর নদীর সেতুর সংযোগস্থলে এই ফাটল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা রাস্তার উপরে পাথর এবং গাছের ডাল দিয়ে সুরক্ষা বলয় তৈরি করেন। কিন্তু তাতেও উদ্বেগ কাটছে না।
স্থানীয়রা জানান, বৃষ্টির জল বের করার জন্য ছোট ছোট সুরঙ্গ আছে ব্রিজের উপর। কিন্তু বালির কারণে সেই সুরঙ্গ করে বন্ধ হয়ে গিয়েছে। ফলে জল রাস্তায় পড়ায় রাস্তার ক্ষতি হচ্ছে। আশঙ্কা বৃষ্টিপাত বেশি হলে ব্রিজের সঙ্গে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে কোচবিহার জেলা ডিএসপি ট্রাফিক চন্দন দাসকে। তিনি বলেন, “বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অবিলম্বে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।”