মহামারি আবহেই ব্যাকটেরিয়া সংক্রমণ, মৃত ১

0
1

মহামারির দাপটে জেরবার সারা বিশ্ব। এরই মধ্যে নতুন রোগের প্রকোপ দেখা দিয়েছে। মুরগি থেকে ছড়াচ্ছে ব্যাকটেরিয়া। সালমোনেলা নামে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ জন। এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা জানিয়েছে, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

জানা গিয়েছে, পোলট্রি থেকেই ছড়ায় সালমোনেলা। ২ মে থেকে সালমোনেলায় আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন।আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে এই ব্যাকটেরিয়া ছড়ানোর খবর এসেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮৬ জন।
অসুস্থদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি।প্রতি তিনজনের মধ্যে একজন শিশু অসুস্থ হয়েছে।