অর্পিতা গেলেন সেল্ফ কোয়ারেন্টাইনে, রাজীব কী করবেন!

0
1

দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের বিতর্কিত নেতা অর্পিতা ঘোষ গেলেন সেল্ফ কোয়ারান্টাইনে। দিন চারেক আগেই দক্ষিণ দিনাজপুরের একটি সভায় অর্পিতা ছাড়াও রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও এক যুবনেতা সভা করেন। পরে জানা যায় সেই যুবনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে রয়েছেন। অন্যদিকে এই খবর জানার পরেই অর্পিতা জানান, তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন। কিন্তু রাজীব কী করবেন? এ ব্যাপারে এখনও তিনি মুখ খোলেননি।