ত্রাণ বিলি নিয়ে এবার নেপোটিজমের অভিযোগ রাজ্যপালের

0
1

ত্রাণ বিলি নিয়ে এবার নেপোটিজমের অভিযোগ তুলে শাসকদলকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ত্রাণ বন্টন নিয়ে চূড়ান্ত দুর্নীতি, স্বজনপোষন ও রাজনীতিতে রাজ্যে তোলপাড়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ চলছে।

এই বিষয় নিয়ে মোট চারটি টুইট করেন রাজ্যপাল। দ্বিতীয় টুইটটিতে তিনি লেখেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পঞ্চায়েত দফতরে রাখতে হবে, যাতে কোনো সমস্যা হলে তাদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ করা যায়। পাশাপাশি রাজ্যপাল মন্তব্য করেছেন, ত্রাণ বণ্টন রাজনৈতিক দলের কাজ নয়। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম বাদ গেলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বলেও জানান ধনকড়। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ত্রাণ-দুর্নীতি কেলেঙ্কারির আকার নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল।