তিনটির বেশি পরীক্ষা দিলে বেস্ট অফ থ্রি নিয়ে গড়ে নম্বর দেওয়া হবে। দুটি-র বেশি পরীক্ষা দিলে বেস্ট অফ টু নিয়ে তার হিসেবেই গড়ে নম্বর দেওয়া হবে। সুপ্রিম কোর্টে শুক্রবার শুনানির পর জানাল বোর্ড। এছাড়াও জানা গিয়েছে, সিবিএসই-র দশম দ্বাদশ ঐচ্ছিক পরীক্ষা নাও হতে পারে।আইসিএসই-র পরীক্ষা ঐচ্ছিক হতে পারে। বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ১০ দিন সময় পাবে ICSE। এবং ঐচ্ছিক পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার সময় পাবে আইসিএসই।
বাকি পরীক্ষার নম্বর দেওয়া হবে গড়ে। ১৫ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণা হবে। আইসিএসই আইএসসি সিবিএসই দশম এবং দ্বাদশের আর কোনও পরীক্ষা নেওয়া হবে না।
কিন্তু ফল প্রকাশের পর যদি নম্বর নিয়ে অসন্তোষ দেখা যায়, সে ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে সিবিএসই দ্বাদশের পরীক্ষা আবার দিতে পারেন পরীক্ষার্থীরা। তবে ১৫ জুলাইয়ের মধ্যে একটি রেজাল্ট হাতে পাবেন তাঁরা। এক্ষেত্রে মুম্বই হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে তার মামলার রায় বেরোনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতে হবে।