সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে সরব হয়েছে টলিউড থেকে বলিউড । গায়ক থেকে অভিনেতা। একের পর এক উঠে এসেছে স্বজনপোষণের কথা। নিজের জীবনের খারাপ অভিজ্ঞতা তুলে ধরছেন বহু তারকা৷ কীভাবে অবিচার চলে বলিউডে এবং কীভাবে পক্ষপাতিত্ব করা হয়, সেই সব কথা এসেছে৷ এবার মুখ খুললেন গায়ক অভিজিত ভট্টাচার্য৷ তিনিও সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন৷
অভিজিৎ বললেন, “ভারতীয় গায়কদের কাজ বন্ধ করে পাক গায়কদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেন সলমন খান৷” অভিজিতের অভিযোগ, শুধু অভিনয় জগতে নয়, মিউজিক ইন্ডাস্ট্রিতেও কল কাঠি নাড়েন সলমন৷ সেখানেও তিনি দাপট দেখান৷ কোন গায়ক, কোন ছবিতে গান গাইবেন, সেটাও ঠিক করেন৷ এখানেই আগ্রাধিকার পান পাক গায়করা৷ তাঁর মতো অভিজ্ঞ গায়কদের সরিয়ে দেওয়া হয়৷ অভিযোগের মাধ্যমে এইভাবে একরাশ ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় এই গায়ক।