কাঁথি যাওয়ার পথে কোলাঘাটেই সায়ন্তনকে আটকালো পুলিশ, পথে বসে বিক্ষোভ বিজেপি নেতার

0
1

দলীয় কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে এবং অপরাধীদের গ্রেফতারের দাবি নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি যাওয়ার পথে ফের পুলিশি বাধার মুখে পড়লেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ান্তন বসু। কোলাঘাটের কাছে ফের তাঁর পথ আটকালো পুলিশ। আজ, শুক্রবার কাঁথি অ্যাডিশনাল এসপি-এর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁকে আটকে দেয় বিশাল পুলিশবাহিনী।

অগত্যা ওখানেই টানা দু’ঘণ্টা বিক্ষোভ অবস্থানের পর পুলিশ আশ্বাস দেয় দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা। পুলিশের আশ্বাস পেয়ে সায়ন্তন বসু বিক্ষোভ তুলে নেন। এবং জানান, দুষ্কৃতীদের আগামী সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।