বিশ্ব মাদক বিরোধী দিবসে যে বার্তা দিলো লালবাজার

0
1

আজ, ২৬ জুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। প্রত্যেক বছরই এদিন কলকাতা পুলিশের তরফ থেকে মাদক বিরোধী দিবস নিয়ে সচেতনমূলক অনুষ্ঠান হয়ে থাকে ।এবারেও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়।

তবে প্রত্যেক বছর যেভাবে পালিত হয়, এবারে কিন্তু তা হয়নি। কারণ, করোনা আবহে লকডাউন চলছে। আর সামাজিক দূরত্ব বজায় রাখাই এই সময় গুরুত্বপূর্ণ। ফলে লালবাজারের মধ্যেই ছোট করে একটি অনুষ্ঠান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা , জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, প্রত্যেকবার এ দিনটি বড় করে অনুষ্ঠিত হলেও এবার এই অনুষ্ঠানে ছোট করতে হয়েছে। মানুষকে এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। কেউ যেন মাদকে আসক্ত না হয়ে পড়ে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। আর তার জন্য কলকাতা পুলিশ ক্রমাগত কাজ করে যাচ্ছে।

ঠিক একইভাবে এদিন মুরলীধর শর্মা জানিয়েছেন, আগে যেখানে সাতদিন বা দশদিন করে ক্যাম্প করা হতো, এখন কিন্তু সারা বছর ধরে এই মাদক বিরোধী কাজ করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যারা মাদক ত্যাগ করতে চাইছেন এবং আবার সুস্থ জীবনে ফিরে আসতে চাইছেন তাদেরকে সবাইকে সাহায্য করা হয় এই বিষয়ে। এখনও পর্যন্ত প্রচুর মানুষ সুস্থ হয়ে ফিরে এসে জীবনে। এমনটাই জানিয়েছেন মুরলীধর শর্মা।