গোটা দেশের মধ্যে বাংলায় করোনায় মৃতের হার সবথেকে কম, এদিন এমনই দাবি করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন তিনি বলেন, “আমার বলতে অসুবিধা নেই, যে প্যানিক করার জন্য চক্রান্ত হচ্ছে। কলকাতার মানুষ যাতে পরিষেবা না পান তার জন্য কিছু সংবাদমাধ্যম মানুষের সুবিধার কথা না ভেবে অসত্য সংবাদ পরিবেশন করছে। প্যানিক করে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে বা যে দল পরিচালনা করছে তার বিরুদ্ধে যে রাজনৈতিক ষড়যন্ত্রন করছে।”
আমফানের প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এখনও সাদার্ন অ্যাভেনিউ-সহ কলকায়ার বেশকিছু রাস্তায় তার পড়ে থাকার প্রসঙ্গে তিনি এদিন বলেন, আগামী সাত-দশ দিনের মধ্যে সব পরিষ্কার করে দেওয়া হবে।





























































































































