লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য দায়ী চিন। তারাই দ্বিপাক্ষিক সমঝোতার শর্তগুলি একতরফাভাবে অমান্য করে চলেছে। গালওয়ানে সংঘর্ষের পিছনেও তাদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই প্রথম এত কড়া বিবৃতি দিয়ে চিনের বেআইনি আগ্রাসনের প্রকাশ্য সমালোচনা করল ভারতের বিদেশমন্ত্রক। দুই দেশের চলতি উত্তেজনার মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টভাবেই জানিয়ে দিল যে, এই বছর ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একেবারে অন্যরকম ও অনভিপ্রেত আচরণ করেছে বেজিং। নিজেদের দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই লঙ্ঘন করছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, চিনা সেনারা পারস্পরিক সমঝোতার সমস্ত শর্তকে অবজ্ঞা করেছে। এই বছরের মে মাসের শুরু থেকেই চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি প্রচুর পরিমাণে সেনা মোতায়েন শুরু করেছে। এই কার্যকলাপের মাধ্যমে তারা দুদেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তের উত্তেজনা আরও বাড়বে। প্রসঙ্গত, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। ওই সংঘর্ষে চিনের এক কর্নেল সহ প্রায় সেদেশেরও প্রায় ৪৫ জন হতাহত হয়েছে বলে খবর। এই ঘটনার জন্যও চিনকে দায়ী করেছে ভারতের বিদেশমন্ত্রক।






























































































































