আগ্রাসনের পথ থেকে সরছে না চিন, এবার পাকিস্তানে ঘাঁটি চিনা বায়ুসেনার

0
6

আগ্রাসনের পর থেকে একেবারেই সরছে না চিনা লাল ফৌজ‌। এবার পাকিস্তানে দেখা গেল চিনা বায়ুসেনা।

সূত্রের খবর, পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে চিনা বায়ুসেনার যুদ্ধবিমান। তাছাড়াও, কান্দানওয়ারি, রহিম যার খান ও সুককুর বিমানঘাঁটিতে মজুত রয়েছে চিনা বায়ুসেনার কয়েকশো জওয়ান। সূত্রানুযায়ী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত, পাক বিমানঘাঁটিগুলিতে চিনের প্রায় ২০টি JF-17, J-20-সহ অন্য বিমান রয়েছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে‌ পাকিস্তানের মদতে পাঞ্জাব, রাজস্থান ও পাক অধিকৃত কাশ্মীরের দিকে ‘সেকেন্ড ফ্রন্ট’ খুলতে পারে চিন।

অন্যদিকে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে ভারত। ঝুঁকি না নিয়ে সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে ‘9K38 Igla’ মিসাইলের দ্রুত আমদানি করতে চলেছে এই দেশ।