বীর শহিদ রাজেশ ওরাং-এর পরিবারের পাশে বিবেক

0
1

লাদাখ সীমান্তে চিন সেনার আগ্রাসনে শহিদ হয়েছিলেন ভারতের ২০ জন বীর জওয়ান। যাঁদের মধ্যে ছিলেন বীরভূমের মহম্মদ বাজারের রাজেশ ওরাং।

এবার সেই শহিদ বীর জওয়ানের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সন্মান প্রদান করল স্বেচ্ছাসেবী সংস্থা বিবেক। একইসঙ্গে বিবেকের পক্ষ থেকে শহিদ পরিবারের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিলেন সংস্থার আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়।