করোনা আবহে পিছিয়ে যেতে পারে  শিক্ষাবর্ষ

0
1

মহামারীর কোপ পড়েছে শিক্ষা ব্যবস্থায়। এই পরিস্থিতিতে কবে থেকে শিক্ষাঙ্গনের পঠনপাঠন শুরু হবে তা স্পষ্ট নয়। এদিকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা এখনও বাকি। অন্যদিকে কবে থেকে নয়া শিক্ষাবর্ষ শুরু হবে তাও বলা যাচ্ছে না। কীভাবে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষা তা নিয়ে চিন্তিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

ইউজিসি পরীক্ষা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কমিটি অক্টোবর থেকে শিক্ষাবর্ষ চালু করার সুপারিশ করেছে। সূত্রের খবর, অতিমারি পরিস্থিতিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এবং পূর্ববর্তী পরীক্ষার ফলের উপর ভিত্তি করে চূড়ান্ত বর্ষের রেজাল্ট তৈরি করা হবে।

প্রসঙ্গত, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল টুইট করে জানান, শিক্ষাবর্ষ এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে তিনি ইউজিসিকে চিঠি দিয়েছেন। এই চিঠি পাওয়ার পর কেন্দ্রের কাছে শিক্ষাবর্ষ পিছনোর সুপারিশ করেছে ইউজিসি। সূত্রের খবর, গাইডলাইন তৈরি করতে ইউজিসির কমিটিকে দায়িত্ব দিয়েছে কেন্দ্র।