মারণ ভাইরাস করোনার গ্রাসে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি। যত ফিন গড়াচ্ছে ততই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে একইসঙ্গে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
সেরকমই এক করোনাজয়ী লালমোহন শেঠ। করোনা আক্রান্ত হয়ে প্রায় একমাস কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। অবশেষে আজ, বৃহস্পতিবার করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।
অনেকেই তো এভাবে বাড়ি ফিরছে। তাহলে লালমোহন শেঠ
স্পেশাল কেন? মেডিকেল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা লালমোহন শেঠ। তাঁর বয়স ৯৪ বছর। এই বয়সে করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে এক মাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ১০০ ছুঁইছুঁই লালমোহনবাবুর করোনাকে জয়, সত্যি একটা বড় ব্যাপার।