নভেম্বরে ফের একান্তে মোদি- চিনফিং ? কূটনৈতিক মহলে জল্পনা

0
1

আগামী নভেম্বরে কি একান্তে মুখোমুখি হবেন মোদি-চিনফিং ?

জি-২০ শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের উপস্থিত থাকার সম্ভাবনা দেখা দিতেই এ ধরনের জল্পনা শুরু হয়েছে দু’দেশের কূটনৈতিক মহলে৷

জি-২০ শীর্ষবৈঠক এবার বসছে সৌদি আরবের রিয়াধে,আগামী নভেম্বরের ২১-২২ তারিখে৷ এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ওই দু’জনই। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের একান্ত বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে৷ এ ধরনের সম্ভাবনা জোরালো হয়েছে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে৷ সেখানে বলা হয়েছে, মঙ্গলবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লভরভের উপস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র ভার্চুয়াল বৈঠকে এমন একটি ‘সম্ভাবনা’-ই তৈরি হয়েছে৷ তবে এ দেশের বিদেশমন্ত্রক এখনও সৌদি আরবে মোদি-চিনফিং আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে চিনের তরফেই মোদি- জিনপিং আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লিকে৷ গালওয়ান কাণ্ডের পাঁচ মাসের মধ্যে সত্যিই যদি দুই শীর্ষনেতা মুখোমুখি আলোচনায় বসেন, দ্বিপাক্ষিক কূটনীতিতে তা নতুন পর্বের সূচনা করবে বলে অনেকেই মনে করেন।