বাগনান কাণ্ডে দুই অপরাধীর জেল হেফাজত

0
1

বাগনান কাণ্ডে মূল অভিযুক্ত কুশ বেরা এবং শোভন মন্ডলের পুলিশি হেফাজত নয়, ১৪ দিনের জেল হেফাজত হলো। বৃহস্পতিবার দু’জনকেই আদালতে তোলা হয়। কিন্তু তাদের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করার জন্য দাঁড়াননি। আইনজীবীদের পক্ষ থেকে বিচারকের কাছে আবেদনে বলা হয়, অভিযুক্তরা যেন কোনওভাবেই জামিন না পায়। শোভন মন্ডলের দাবি, এই ঘটনায় তিনি মোটেই জড়িত ছিলেন না। তাকে চক্রান্ত করে জড়ানো হচ্ছে।