করোনা পরিস্থিতি: সিবিএসই, আইসিএসই-র পরীক্ষা বাতিল, জানাল সংশ্লিষ্ট বোর্ড

0
3

মহামারির কোপ পড়েছে পরীক্ষা ব্যবস্থাতেও। পড়ুয়াদের স্বার্থে পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই এবং আইসিএসই। সংশ্লিষ্ট বোর্ড সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। দেখে নিন কী সিদ্ধান্ত নেওয়া হলো-

▪️অতিমারি আবহে স্থগিত করা হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা।

▪️ উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই দশমের যে পরীক্ষাগুলি বাকি ছিল তা বাতিল করা হয়েছে।

▪️পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পড়ুয়ারা আবেদন করলে তবেই নেওয়া হবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা।

▪️ প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার মূল্যায়ন হবে।

▪️সিবিএসই নিয়ে শুক্রবার ফের শুনানি সুপ্রিম কোর্টে।

▪️আইসিএসই বাতিল করা হয়েছে।

▪️আইএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

▪️ সংশ্লিষ্ট পরীক্ষা পরে আর নেওয়া হবে না।

▪️ বাতিল হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়ন হবে প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে।