দিলীপের সামনেই দলের নব্য-পুরনো লড়াইয়ে অস্বস্তি বিজেপিতে

0
1

রাজ্য সভাপতির সামনেই দলের কর্মীদের মধ্যে লড়াই। সর্বদল সভায় সরকারি দলের বিরুদ্ধে তোপ দাগার পর নিজেই কর্মীদের লড়াইয়ের মাঝে। শেষে কোনওরকমে মলম দেওয়ার চেষ্টা। বৃহস্পতিবার দুপুরে গড়বেতা বিধানসভায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল দিলীপের। কিন্তু বৈঠকের ঢোকার মুখেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। মূলত নব্য ও পুরনো দলীয় কর্মীদের মধ্যে লড়াই। তাঁর সামনেই মুখোমুখি লড়াই। দিলীপের মধ্যস্থতায় অবশ্য পরে অবস্থা সামাল দেওয়া হয়, কিন্তু বিজেপির অন্দরে নব্য-পুরনো লড়াই প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি দলের অন্দরেই।