যখন বিশ্বের বাজারে যানবাহন জ্বালানির দাম পড়তি, ঠিক তখনই গোটা দেশজুড়ে পেট্রল-ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি নিয়ে সরব বিরোধীরা। করোনা আবহে এই কঠিন পরিস্থিতির মধ্যে টানা ১৮দিন ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে।

তারই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে কংগ্রেস সমর্থকরা। তাঁদের এই কর্মসূচি পার্ক সার্কাস সেভেন পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আইন-শৃঙ্খলার অবনতির কথা ভেবে সেই মিছিল কোয়েস্ট মলের কাছে আটকায় পুলিশ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস সমর্থকরা।































































































































