বর্ষা এসে গিয়েছে । বৃষ্টি হলেও রয়েছে ভ্যাপসা গরম। সঙ্গে বাতাসে আদ্রতা। তবে একটু স্বস্তি মিলবে ভ্যাপসা গরম থেকে। বৃহস্পতিবার কলকাতা শহর দক্ষিণবঙ্গের শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার বৃষ্টি কম হবে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা অস্বস্তি থাকবে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রিতে এসেছে। দক্ষিণবঙ্গে সার্বিক বৃষ্টির পরিমান কমতেই এই তাপমাত্রার বৃদ্ধি। কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে যেখানে বৃষ্টি হচ্ছে আচমকা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। টানা আধ ঘণ্টা ঝেঁপে বৃষ্টি হচ্ছে। যেমন আজ বুধবার ভোর রাতে এমন বৃষ্টি হয় একদফা।
এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও অস্বস্তি বজায় থাকবে।





























































































































