অকালে চলে গেলেন তমোনাশ ঘোষ

0
1

মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্য করেই অকালে চলে গেলেন তমোনাশ ঘোষ। বুধবার ভোরে করোনায় মৃত্যু হল ফলতার তৃণমূল বিধায়কের। বয়স হয়েছিল ৬২। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে। তমোনাশ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর স্ত্রী-কন্যারা কোয়ারান্টাইনে যান। তাঁরা সকলেই সুস্থ আছেন।

অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গত একমাস ধরে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকরা জানাচ্ছেন মাল্টি অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিগত তিনদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন এবং মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছিলেন। শেষ পর্যন্ত হেরে গেলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই কালীঘাটেই তাঁর বাড়ি। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি-অকৃত্রিম রাজনৈতিক সঙ্গী। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের সব উত্থান-পতনেই তিনি ছিলেন তাঁর সঙ্গী। ফলে তৃণমূল মহলে সকালেই শোকের ছায়া। দিন সাতেক আগে মুখ্যমন্ত্রী হতাশা এবং দুঃখে বলেছিলেন, তমোনাশকে বোধহয় বাঁচানো যাবে না। তাঁর কথাই শেষে কিনা সত্যি হলো!