বাংলায় ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়ার লক্ষ্যেই আজ এই যৌথ আলোচনা, মন্তব্য প্রদীপ ভট্টাচার্যের

0
1

আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ কী জোট বেঁধে লড়বে বাম-কংগ্রেস? যদিও সেই রূপরেখা তৈরি করতেই এখনও চলছে যৌথ মিটিং। আর সেখানেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ  প্রদীপ ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজকে একটা ইমপ্রেশন তৈরির চেষ্টা চলছে । রাজ্যে তৃণমূল ও বিজেপি ছাড়া কেউ নেই। কিন্তু সেটা ঠিক নয়। তার বাইরেও বাম-কংগ্রেসের একটা শক্তি আছে । আমরা বাংলার মানুষের কাছে সেটা প্রমাণ করে দেব। সেই কারণেই আজকের যৌথ আলোচনা । দিলীপবাবুরা লোকসভা নির্বাচনে ১৮আসন পেয়েছেন বলে যদি মনে করে থাকেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি আসবে সেটা ভুল ভাবছেন । বাংলার মানুষ কে একটা ধর্ম নিরপেক্ষ সরকার দেওয়াই আমাদের লক্ষ্য । আর সেটা বাম-কংগ্রেস যৌথভাবে দিতে পারে। ৭৭-এর হিংসা আমরা নিয়ে আসিনি। কারা এনেছিল সেটা সবাই জানেন। কংগ্রেস চিরকালই অহিংসার রাজনীতিতে বিশ্বাসী। বাংলায় ফের সেই অহিংসার রাজনীতি প্রতিষ্ঠিত হবে।