মেয়ের শ্লীলতাহানি, বাঁচাতে গিয়ে মাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করল দুষ্কৃতীরা

0
1

হাওড়ার বাগনানে মারাত্মক ঘটনা। মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল মায়ের। ঘটনায় জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম। ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। আক্রান্ত কিশোরী সঙ্গে দেখা করে তাঁরা এফআইআর করেন।

জানা গিয়েছে ওই কিশোরী ছাদের সিঁড়িতে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন। আর দুই দুষ্কৃতী ছাদে লুকিয়ে ছিল বলে কিশোরী জানায়। কিশোরীর মা তখন বাথরুমে ছিলেন। কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ছাদে শ্লীলতাহানি করার চেষ্টা শুরু হলে সে চিৎকার করে। শুনে বাথরুম থেকে বেরিয়ে ছাদে ছুটে যান মা। তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্তদের ঠেলায় কিশোরীর মা ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। যুবতী জানিয়েছে, দুই দুষ্কৃতী স্থানীয় তৃণমূল কর্মী। তারমধ্যে একজনকে কিশোরী চিনতেও পেরেছে বলে খবর। ঘটনার পরেই বাগনানে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁ। অবিলম্বে তাঁরা অভিযুক্ত তৃণমূলকর্মীর শাস্তি দাবি করেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, ঘটনা যাই হোক দোষীকে শাস্তি পেতে হবে। তৃণমূলকর্মী হলেও ছাড় দেওয়ার প্রশ্ন নেই। সাংসদ লকেট ও সৌমিত্রর উদ্যোগে ঘটনার জেরে বাগনান থানায় এফআইআর হয়েছে। বিজেপি সমর্থকরা লকেট ও সৌমিত্রর নেতৃত্বে প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন। লকেটের অভিযোগ মঙ্গলবার রাতে কিশোরীকে ধর্ষণ করতে এসেছিল শাসক দলের দুর্বৃত্তরা। বুধবার সন্ধে পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অথচ একজকে চিনতেও পেরেছে কিশোরী। পুলিশ করোনা পরীক্ষার নামে আসলে প্রমাণ লোপাট করতে চাইছে। করোনায় মহিলা মারা গিয়েছেন বলে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। লকেট বলেন, এখনই দেহ ছেড়ে দিয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে।