তমোনাশ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

0
1

শেষরক্ষা হলো না। মারণ ভাইরাস করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। কোভিডে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ, বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।

তমোনাশ ঘোষের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এক টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, “ফলতার তিনবারের বিধায়ক ও একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে আমরা হারালাম। আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।”

পাশাপাশি, প্রয়াত বিধায়কের স্ত্রী, দুই কন্যা ও পরিবার-পরিজন এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ধনকড়।