অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে সোচ্চার হয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি স্বজনপোষণের এই রীতি দূর করা হোক বলিউড থেকে। অভিনেতার অকাল প্রয়াণে নেটিজেনরা কাঠগোড়ায় তুলেছেন করণ জোহর, যশরাজ ফিল্মস এবং সলমন খান-কে। সংশ্লিষ্টদের বয়কটের ডাক দিয়ে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে অনলাইনে। ওই অনলাইন পিটিশনে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস এবং সলমন খান এবং তাঁর প্রযোজনা সংস্থা এসকেএফ-এর সিনেমা বয়কট করার জন্য এই সই সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে,পাটনায় সলমন খানের বিয়িং হিউম্যান স্টোর ভাংচুর করা হয়েছে। ওই স্টোরের সামনে গিয়ে সুশান্তের অনুরাগীরা সলমন খান ‘মুর্দাবাদ’ বলে স্লোগানও দেন। শহরের যেসব দোকানে সলমন খানের ব্যানার বা পোস্টার রয়েছে তা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিহারের মুজফ্ফরপুরের আদালতে করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি এবং সলমন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।































































































































