অবসাদে আত্মঘাতী হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

0
1

বলিউডের পর অবসাদের ছায়া এবার হলিউডেও। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বিতর্ক চলছে।এর মধ্যেই এবার হলিউডেও ঘটল প্রায় একইরকম ঘটনা। নিজের ২৭ তলা উঁচু অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করলেন হলিউডের অন্যতম জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং। জানা গিয়েছে, স্টিভ ভুগছিলেন অবসাদে। লস এঞ্জেলস টাইমস জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে ঝাঁপ দেন স্টিভ বিং। দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫৫ বছর বয়সী প্রখ্যাত এই প্রযোজক। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

হলিউডে প্রযোজনার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করতেন স্টিভ বিং। তাঁর আত্মহত্যার খবরে হলিউড শোকস্তব্ধ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শোকপ্রকাশ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী ও বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি। স্টিভ বিংয়ের প্রযোজনায় ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘দ্য পোলার এক্সপ্রেস’ বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল।