বুধবার সর্বদল বৈঠক থেকে বেরিয়ে এসে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বললেন, কোভিডের পরিস্থিতি মারাত্মক। কবে এই মহামারী শেষ হবে বা নিয়ন্ত্রণে আসবে এখনও আমরা জানি না। তাই সরকারকে বলেছি টেস্ট বা পরীক্ষা আরও বাড়াতে হবে। সেই সঙ্গে নন কোভিড রোগীদের ভর্তি বা চিকিৎসার ব্যাপারে সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। তাঁরা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছেন।