সর্বদল সভা থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, কোভিড থেকে আমফান, সব বিষয় নিয়ে যা অভিযোগ ছিল বলেছি। আগে চিঠি দিয়ে যা বলেছি এখানেও সেটাই বলেছি। আমফানে ত্রাণ পৌঁছায়নি। বিরোধী দলের নেতাদের ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। ত্রাণের নামে লুঠপাট চলছে। মুখ্যমন্ত্রী তো আগেও বসেছিলেন কী কাজ হয়েছে মানুষ দেখেছেন। রেশন নিয়ে দুর্নীতি চলছে অথচ সরকার ব্যবস্থা নিতে পারেনি। এখন মুখ্যমন্ত্রী কাজ হবে বলছেন। কিছু সিদ্ধান্ত হয়েছে, দেখা যাক কী হয়! কেন্দ্র সহযোগিতা করছে, প্রধানমন্ত্রী এসে ত্রাণ ঘোষণা করে গিয়েছেন। ট্রেনে পরিযায়ী কত এসেছে, তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই। ভুল তথ্য। সেসব সমস্যার সমাধান করতে হবে।