কলকাতা হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণণের নেতৃত্বে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত আদালতের স্বাভাবিক কাজ স্থগিত থাকবে বলে আগেই জানানো হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখা হলো।