মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে সর্বদল

0
1

করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদল বৈঠক নবান্নে। সময়মতো হাজির হয়েছেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মন্ত্রিসভার সদস্যরাও এই রয়েছেন। বৈঠকে উপস্থিত থাকার জন্য বেনোজির ভাবে মুখ্যমন্ত্রী নিজে বিরোধীদলের নেতাদের ফোন করেছিলেন। সেই মতো সব প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির হয়েছেন এই বৈঠকে। রাজ্যের বর্তমান পরিস্থিতি আলোচনা এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানতে এই বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উঠতে পারে আমফান পরিস্থিতি এবং কেন্দ্রের সাহায্যের বিষয়টিও।

বৈঠকে রয়েছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য, অসিত মিত্র, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার।