পুলিশ-প্রশাসনকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করলেন দিলীপ

0
2

মৃতদেহ নিয়ে মিছিল করার অভিযোগে মামলা। আর তার জন্য পুলিশ-প্রশাসনকে ‘জানোয়ার’ বলে সম্বোধন করলেন দিলীপ ঘোষ। দাঁতনে নিহত দলীয় কর্মীর দেহ নিয়ে মিছিল করায় দিলীপ ঘোষ সহ ৭৫ জনের নামে মামলা করা হয়েছে। সে প্রসঙ্গে দিলীপ বলেছেন, আমরা নাকি অবৈধ সমাবেশ করেছি। আর এদিকে দেখুন, টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মাইক বাজিয়ে মিটিং করছে। শত শত লোকের জমায়েত করছে, চালডাল বিতরণ করছে। সেখানে কোনও আইন ভাঙা হয় না। সব আইন বিজেপির জন্য। তারপরই দিলীপ বলেন, কত বড় জানোয়ার, অমানুষ এবং অমানবিক হলে এই কাজ করা যায়! একজন মৃত যুবককে শ্রদ্ধাঞ্জলি দেবে তারও অধিকার নেই! মামলা করে দিচ্ছে!