প্রায় রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে সেন্ট্রাল ডিউটি বৃদ্ধিকে দায়ী করে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, কোভিড ১৯ পরিস্থিতিতে দেশের মানুষ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছেন। এই সময় অপরিশোধিত তেলের নিম্নমুখী দামের যে সুবিধা তাঁরা পেতে পারতেন, অতিরিক্ত ডিউটি চার্জ বাড়িয়ে সেটা কেড়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। এখন যখন তেলের দাম আবার বাড়ছে, তখনও সেই বোঝাও সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি। এটা অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অভিষেক। তিনি হ্যাশট্যাগ করেন ‘মোদি বাবু পেট্রোল বেকাবু’।
একইসঙ্গে, তিনি একটি পেট্রোল-ডিজেলের দামের তালিকা দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ১২ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত কীভাবে বেড়েছে পেট্রোপণ্যের দাম। ১০১ শতাংশের ও বেশি বাড়ানো হয়েছে সেন্ট্রাল ডিউটি। যার ফলে আকাশছোঁয়া হয়েছে পেট্রোল-ডিজেলের দাম। এই কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ।
While people are facing severe economic distress during #COVID19, @narendramodi Ji decided to snatch the benefit of low crude oil prices by imposing record duty hikes. However, when it's rising again, he passes on the hardship to common man. Disgraceful! #ModiBabuPetrolBekabu pic.twitter.com/5ugK9Qslt4
— Abhishek Banerjee (@abhishekaitc) June 23, 2020