সর্বত্র পড়ছে করোনার থাবা। মারণ ভাইরাসের গ্রাস থেকে মুক্তির কোনও পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছেন না মন্ত্রী-আমলারাও।এবার সেই তালিকায় নয়া সংযোজন রাজ্য মানবাধিকার কমিশনের ডিএসপি তাপস চক্রবর্তী।
তিনি করোনায় আক্রান্ত হয়ে আজ, মঙ্গলবার হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, গত শুক্রবার তিনি কমিশনের অফিসে এসেছিলেন। তাপসবাবুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁর সংস্পর্শে আসা অফিস কর্মী-সহ অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।