অনৈতিক ও বৈষম্যমূলক কাজের অভিযোগ তুলে ভারতে চার্টার্ড বিমান আসা বন্ধ করে দিলে আমেরিকা। মূলত ‘বন্দে ভারত’ অভিযানে আমেরিকায় আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চাটার্ড বিমান চালু করেছিল ভারত। আমেরিকার অভিযোগ এই টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে। অথচ সাধারণ যাত্রীদের ভারতে যাওয়া নিষিদ্ধ করেছিল আমেরিকা।
আমেরিকার বক্তব্য, সাধারণ মানুষকে যদি চাটার্ড বিমানের টিকিট বিক্রি করা হয় তাহলে আমেরিকার বিমান পরিবহন ক্ষতিগ্রস্ত হবে। একমাত্র ভারতের নাগরিকদের দেশে ফেরানোর জন্যই চাটার্ড বিমানের টিকিট দেওয়ার কথা ছিল। ফলে বিধিভঙ্গের কবলে পড়েছে ভারত। সেই কারণে চাটার্ড বিমানের উপর আমেরিকার এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩০ দিন। তারপর যদি ভারত আমেরিকার বিমান নিয়ে যেতে চায় তাহলে পরিবহন দফতরের অনুমতি নিতে হবে এবং সাধারণ যাত্রীদের সেই বিমানে তোলা হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার পরেই অনুমতি দেওয়া হবে।