সরকারি নির্দেশে অন্যান্য জায়গার মতো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতেও বন্ধ রথযাত্রা। মঙ্গলবার, সকালে রীতি মেনে পুজো করা হয়। রাজবাড়ির মন্দির থেকে বের করে বিগ্রহকে রথে তোলা হয়। তবে রথের চাকা গড়ায়নি। পালকিতে করে জগন্নাথদেবকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। চলছে নজরদারি।