প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় প্রেমিক! তারপর যা হলো

0
1

ফের প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসে প্রেমিক। এবার ঘটনা হুগলির চন্দননগর হরিদ্রাডাঙ্গা ধর্মতলা রোডের। প্রেমিকের বাড়ি উত্তর ২৪ পরগণার হাবরায়। সেখান থেকে এসে প্রেমিকার চন্দননগরের বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক। হাতে প্ল্যাকার্ড। দীর্ঘক্ষন বসে দাবি, দু-বছরের ভালোবাসা ফিরিয়ে দাও।

প্রেমিক জানায়, দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক তাদের। পার্ক হোক, সিনেমা দেখা কিংবা রেস্টুরেন্টে একান্তে সময় কাটিয়েছেন দু’জনে। ছেলেটি নাকি মেয়েটিকে সিঁদুরও পরিয়েছে।

এভাবেই চলছিল দু’জনের ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। ধর্ণায় বসে এমনই দাবি করে ছেলেটি। মেয়েটির সঙ্গে সম্পর্কের বিভিন্ন নথিও এলাকার লোকেদের কাছে তুলে ধরে ছেলেটি।

এরপর মেয়েটির বাড়ির লোকজন ছেলেটিকে ওখান থেকে সরে যেতে বলে। মেয়ের বাড়ির লোকেরা তাকে মেরেছে বলেও অভিযোগ করে ছেলেটি। বিশেষ করে প্রেমিকার মামা তাকে বেধড়ক মার মারে বলে অভিযোগ প্রেমিকের!

পরে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ এসে ছেলেটিকে থানায় নিয়ে যায়। এবং উভয় পক্ষকেই ডেকে পাঠায়। থানায় বসেও ছেলেটির একটাই দাবি, সে নিঃস্বার্থভাবে ভাবে মেয়েটিকে ভালোবেসেছিল। এবং চেয়েছিল তার সঙ্গে ঘর করতে। মেয়েটিরও তাতে সায় ছিল। কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় এবং সম্পর্ক তর্কে মেয়েটি বেরিয়ে আসতে চাওয়ায় সে ধর্ণায় বসেছে বলে জানায় প্রেমিক।