এটিএম থেকে টাকা তোলার সীমা হোক ৫০০০ টাকা, প্রস্তাব রিজার্ভ ব্যাঙ্কের কমিটির

0
1

ইন্টার-চেঞ্জ চার্জ বৃদ্ধির জন্য টাকা তোলার সীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কমিটি। সারা দেশে এটিএমে নয়া এই নিয়ম চালু করার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। মানি লাইফের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টাকা তোলার মাত্রা ৫০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে কমিটি। কেউ বেশি টাকা তুলতে চাইলে লেভি চার্জের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধি অথবা ২ টাকা থেকে ১৭ টাকা অবধি টাকা নেওয়া হবে। নন ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ৭ থেকে ৫ টাকা অবধি নেওয়া হবে।

সারা দেশে ১০ লক্ষের বেশি জনতা যুক্ত এলাকার এটিএম ব্যবহারকারী এই চার্জের আওতায় আসবেন। আর যেখানে ১০ লক্ষের কম জনগণ বাস করেন সেখানে কমিটি ২৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।