মদনমোহন বাড়িতে চলছে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিমারি পরিস্থিতিতে এবারের রথযাত্রা একটু অন্যরকম। এবার মদনমোহন তাঁর ঐতিহ্যবাহী রথ-গাড়ি করে মাসির বাড়ি যাচ্ছেন না। এবার তিনি ট্রাকে চড়ে মাসির বাড়ি যাবেন।
পাশাপাশি, এবারের রথযাত্রায় কোনও জমায়েত হতে দিচ্ছে না কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহারবাসীর কাছে প্রশাসনের আবেদন তাঁরা যেন বাড়িতেই থাকেন এবং বাড়ি থেকেই মদনমোহনের রথযাত্রা উপভোগ করেন।