উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের শ্যামপুকুর স্ট্রিটে বহু পরিচিত দাস বাড়ি। গত ১০ বছর ধরে এই বাড়িতেই রথের দিন মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথদেবের পুজো। দাস বাড়ির এই পুজোর তাৎপর্য, এখানে পুরীর জগন্নাথ মন্দিরের রীতি-রেওয়াজ মেনে পূজার্চনা থেকে শুরু করে ভোগ রান্না হয়।
এ বছর করোনা আবহে সারা রাজ্যের কোথাও রথ বের হয়নি। একইভাবে সরকারি নিয়ম-নির্দেশ মেনে রাজ্যের দাস বাড়ির রথও রাস্তায় বের হয়নি। তবে জগন্নাথ-বলরাম-সুভদ্রা মাসির বাড়ি গেলেন পরিবারের লোকজনের কাঁধে চেপে। উল্টো রথের দিন একইভাবে দাস বাড়ির জগন্নাথদেব কাঁধে চেপেই ফিরবেন মাসির বাড়ি থেকে।
লকডাউন ও করোনা পরিমণ্ডলে দাস বাড়িতে আত্মীয়-স্বজন এলাকাবাসীর বিশেষ ভিড় নেই। যদিও প্রসাদ বিতরণ হয়েছে সামাজিক দূরত্ব মেনেই।





























































































































