সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ রথযাত্রা। কিন্তু ভক্তরা যাতে বাড়িতে বসেই রথের রশিতে টান দিতে পারেন তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস তথা ইসকন। বাড়িতে বসেই রথযাত্রা উপভোগ করতে পারছেন ২৫ হাজার পরিবার। মার্সি অন হুইলস-এর মাধ্যমে ডিজিটালি বিশ্বের ১০৮ টি রথযাত্রা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। রেজিস্টার্ড পুণ্যার্থীরা সকাল আটটায় প্রথমবার লগইন করে মায়াপুরের মন্দির থেকে রাজাপুরের জগন্নাথ মন্দির পর্যন্ত ৬ কিমি যাত্রাপথ বাড়িতে বসেই উপভোগ করতে পারছেন। মায়াপুর ইসকনের তরফে বলা হয়েছে, “এই পদ্ধতিতে ঘরে বসেই রথের রশিতে টান দিতে পারছেন ভক্তরা। দেখতে পাচ্ছেন আরতি। অতিমারির আবহে এই দর্শনেই খুশি ভক্তরা।