পুরীর রথের রশিতে টান। প্রথমেই গুন্ডিচা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বলভদ্রের রথ তালধ্বজ। এরপরে যাবে সুভদ্রার রথ দলদর্পণ। তারপর জগন্নাথদেবের রথ নন্দীঘোষ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে।
ভক্তদের ঢল ছাড়াই পুরীতে রথযাত্রা শুরু হয়েছে। রাজ পরিবারের সদস্য প্রথমে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপরে গ্র্যান্ড রোড দিয়ে রথ এগিয়ে চলেছে। দৈতপতি ও সেবায়িতরা রথের রশিতে টান দিচ্ছেন। তালধ্বজ রয়েছে সবার আগে। এরপরে সুভদ্রার রথ যাবে। এবং সবার শেষে যাবে জগন্নাথদেবের রথ। প্রত্যেক সেবায়েত এবং দৈতপতিদের মুখে রয়েছে মাস্ক। তাঁদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। যাঁদের রিপোর্ট নেগেটিভ তাঁদেরই এই যাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ অন্তর অন্তর স্যানিটাইজ করা হচ্ছে।






























































































































