আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের হেরফের তেমন দেখা যাচ্ছে না। অথচ দেশের বাজারে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে টানা ১৭ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০ টাকা ছুঁই ছুঁই। ২০ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৭৯.৭৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৫৫ পয়সা বেড়েছে।
লকডাউন শুরু হওয়ার পর একেবারে তলানিতে গিয়ে ঠেকে পেট্রোল-ডিজেলের দাম। ১ জুন থেকে শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। আর তারপরই বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। টানা ১৭ দিনে প্রতি লিটার পেট্রোলের দাম ৮.৫০ টাকা এবং ডিজেলের দাম ১০ টাকা বেড়েছে।