আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতি। যার জেরে এলাকার মানুষ ঘিরে ধরলেন নেতাকে। মানুষের প্রবল চাপ আর বিক্ষোভে পড়ে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনা জানার পরই দল থেকে তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।
স্বপন ঘাঁটি নামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তছরূপের এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সে খবর নিয়ে হইচই শুরু হয়। জানা গিয়েছে, মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটি আমফান ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ তার নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি ভেঙে যাওয়ার টাকা তিনি নিজে নেন। এছাড়া আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাকে ঘিরে ধরেন। খবর যায় পুলিশে। আসেন মথুরাপুর দু’নম্বরের বিডিও। জনতার প্রবল চাপে তাদের সামনে কান ধরে নিজের দোষ কবুল করেন স্বপন ঘাঁটি। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়ায়।
সম্প্রতি পরপর বেশ কয়েকটি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০ জুন হুগলির মনোজকুমার সিং নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেও একইরকম অভিযোগ ওঠে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।