টেনিসের এক নম্বর তারকা জোকোভিচ করোনায় আক্রান্ত, সঙ্গে স্ত্রীও

0
1

ক্রীড়া দুনিয়ায় ব্রেকিং নিউজ পৃথিবীর এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ আক্রান্ত হলেন করোনায়। সঙ্গে তাঁত স্ত্রীও। মঙ্গলবার তিনি নিজেই একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

ক্রোয়েশিয়ার টেনিস খেলোয়াড় গ্রিগর ডিমিত্রভ ও বালগেরিয়ার ভিক্টর ট্রয়কি করোনায় আক্রান্ত হওয়ার পর জোকার। প্রদর্শনী ম্যাচ খেলার পড়েই জোকোভিচের আক্রান্ত হওয়ার ঘটনা। ৩৩ বছরের জোকোভিচ জানিয়েছেন, বেলগ্রেড থেকে ফেরার পর জানতে পারি, আমি ও আমার স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছি। তবে আমাদের দুই সন্তান এখনও নেগেটিভ। আমাদের দুজনেরই কোনও সংক্রমনের চিহ্ন ছিল না। আমি ঘটনার জন্য দুঃখিত। আমরা ১৪ দিন আইসোলেশনে থাকব এবং প্রতি পাঁচ দিন অন্তর পরীক্ষা করব। তবে লকডাউন ভেঙে প্রদর্শনী ম্যাচ করানো নিয়ে জোকোভিচকে অনেকেই দুষেছেন।