এসএফআই রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরার বিলোনিয়ায় রাজনগরে লাদাখে সংঘর্ষে শহীদ ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুষ্ঠান চলাকালীন একদল দুষ্কৃতীর হামলায় উত্তপ্ত হয়ে উঠল রাজনগর। অভিযোগের তীর বিজেপির দিকে। এসএফআই-এর অভিযোগ, বিধায়ক সুধন দাস ও দলীয় নেতা ভজন দাসের উদ্যোগে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় । ভাঙচুরের পাশাপাশি অকথ্য ভাষায় তারা গালিগালাজ করতে থাকে। উপস্থিত বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে আশ্রয় নিলে, সেখানেও দুষ্কৃতীরা হামলা চালায়। শহীদ সেনাদের ছবিসহ ফ্লেক্সটিও তারা ছিঁড়ে ফেলে। এসএফআই এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। অবশ্য বিজেপির স্থানীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।




























































































































