টানা ৪ ঘণ্টা মুখে মাথায় মৌমাছি নিয়ে বিশ্ব রেকর্ড তরুণের

0
1

মৌমাছি কম বেশি সবাই ভয় পায়। মধু নামাতে গিয়ে হুলের আক্রমণের মুখে পড়তে হয়। এবার মৌমাছির ঝাঁককে নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কেরলের এক তরুণ। টানা ৪ ঘণ্টা মৌমাছির ঝাঁক মুখে এবং মাথায় নিয়ে বসে ছিলেন তিনি। ২৪ বছরের ওই তরুণের নাম নেচার এমএস। গিনেস বুকেও তাঁর নাম উঠল।

জানা গিয়েছে ওই তরুণ মুখ আর মাথাতে ওই মৌমাছির ঝাঁক নিয়ে বসেছিল। বিপজ্জনক হলেও, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, মৌমাছি তাঁর বন্ধু। বাবার থেকেই মৌমাছি সম্পর্কে জেনেছেন তিনি। এই প্রথম নয়। সাত বছর বয়স থেকে মুখে এবং মাথাতে মৌমাছি নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ওই তরুণের বাবা একজন মধু চাষী। তাই ছোট বয়স থেকেই মৌমাছি সম্পর্কে আগ্রহ জন্মায় তাঁর। অনায়াসে নিজের মুখে এবং মাথায় ৬০ হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়াতে পারেন। তাঁর কথায় মৌমাছির সঙ্গে বন্ধুত্ব করতে পারলে সুবিধা হবে মানবজাতির।