১১ ঘণ্টার দীর্ঘ বৈঠক, পূর্ব লাদাখ থেকে সরতে রাজি হলো চিন

0
2

ভারত-চিন সেনা কর্তাদের বৈঠকে সাফল্য। পূর্ব লাদাখ থেকে সরতে রাজি হল চিন। বৈঠক শেষে চিনের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। সেনা পর্যায়ের এই বৈঠকে দুই দেশই সহমত পোষণ করে বলেছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

দীর্ঘ ১১ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। চিনের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চিনের তরফ থেকেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বজায় রাখা হবে এবং চিন ধীরে ধীরে লাদাখ থেকে সেনা সরিয়ে নেবে। এই সেনা সরানোর প্রক্রিয়া আলোচনার মাধ্যমে চলতে থাকবে। কিন্তু নো ম্যানস ল্যান্ডে পরিস্থিতি কী হবে, সে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এখনও নো ম্যানস ল্যান্ডে চিনের অস্ত্র, সেনা রয়েছে। ভারত আশা প্রকাশ করে বলেছে, আলোচনা ইতিবাচক, সামনের দিকে তাকাচ্ছে নয়াদিল্লি।